Lebanon Ceasefire

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ ইজরায়েলের বিরুদ্ধে

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চলবে কতদিন, সে শঙ্কা ছিলই। বৃহস্পতিবার লেবাননে ইজরায়েলের হামলায় বাড়ল সেই শঙ্কা। 
ইজরায়েলের সেনাই জানিয়েছে যে এদিন তাদের সেনা দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে। ইজরায়েলের সেনার দাবি, এই এলাকায় মাঝারি পাল্লার রকেট মজুত করে রেখেছিল হেজবোল্লা। ‘সন্দেহজনক’ এই এলাকায় গোলা ছোঁড়া হয়েছে। দক্ষিণ লেনানের এই এলাকায় হেজবোল্লার সশস্ত্র বাহিনীর ঘোরাফেরা লক্ষ্য করা গিয়েছে।
প্রতিরোধী সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা যুদ্ধবিরতি চুক্তি ভাঙার জন্য ইজরায়েলকেই দায়ী করেছে। হেজবোল্লার সদস্য এবং লেবাননের আইনসভার সদস্য হাসান ফাদলাল্লাহ বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর লেবাননের ঘছাড়া বহু মানুষ ফিরেছেন। তাঁদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে ইজরায়েল।
এদিনই পাশের দেশ প্যালেস্তাইনের গাজায় হামলা চালিয়েছে ইজরায়েল। গাজার প্রশাসনের অভিযোগ, বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইজরায়েল। নুসেইরত উদ্বাসী শিবিরে চলেছে হামলা। আহত বহু।

Comments :0

Login to leave a comment