Malbazar vaccine death

টিকার পরই শিশুর মৃত্যু, লাটাগুড়িতে মীনাক্ষী, তালা স্বাস্থ্যকেন্দ্রে

জেলা

পরিবারের পাশে মীনাক্ষী মুখার্জি সহ ছাত্র যুব নেতৃবৃন্দ। ছবি প্রবীর দাশগুপ্ত

দীপশুভ্র সান্যাল

ভ্যাকসিন নেওয়ার পর রাতে মৃত্যু হয়েছিল শিশুর। বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে লাটাগুড়ির মালবাজার ক্রান্তির মোড়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মুমূর্ষু পরিবারের পাশে পৌঁছালেন মীনাক্ষী মুখার্জি সহ ছাত্র যুব নেতৃবৃন্দ। ছিলেন সিপিআই(এম) জেলা সম্পাদক পীযূষ মিশ্রও। 
পরিবারের অভিযোগ মেয়াদ পুরনো টিকা দেওয়ায় মৃত্যু হয়েছে ৫৪ দিনের শিশুর। ‌ স্বাস্থ্য আধিকারিকরা এই অভিযোগ অস্বীকার করলেও প্রশ্ন রয়ে গিয়েছে। কেননা স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। 
পরিবারের সঙ্গে কথা বলার পর তা নিয়েই প্রশ্ন তোলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তো কত কিছুই হচ্ছে। এখানেও একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। কিন্তু তা বলে স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে কেন। পরিবারের অভিযোগের প্রাথমিক সমর্থন মিলছে স্বাস্থ্য দপ্তরের ভূমিকাতে।
শিশু মৃত্যুর ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার উত্তাল হয় মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ক্রান্তি মোড় এলাকা। ক্রান্তি মোড় এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে বুধবার ওই শিশুটিকে ভ্যাকসিন দেওয়া হয়। এরপর শিশুটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলে রাতের দিকে অসুস্থ হয়ে পড়ে। শিশুটির জ্বর এবং নাক ও মুখ দিয়ে কফ রক্ত বের হতে শুরু করে বলে দাবি পরিবারের। 
এরপর দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। কিছু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে  উত্তেজনার সৃষ্টি হয় ক্রান্তি মোড় সংলগ্ন এলাকায়। মৃত শিশুকে কোলে নিয়ে পরিবার-পরিজন সহ প্রতিবেশীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ি থানার পুলিশ। পরিবারের তরফে অভিযোগ তোলা হয় ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। 
ঘটনাস্থলে প্রথম অবস্থায় স্বাস্থ্য দপ্তরের কোন আধিকারিক না আসায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ঘটনাস্থলে আটকে পড়া সরকারি যাত্রীবাহী বাসে ভাঙচুর করা হয়। এরপর ঘটনাস্থলে স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আসেন। ঘটনাস্থলে এসে পৌঁছান জলপাইগুড়ি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। খবর শোনা মাত্রই বামপন্থী ছাত্র যুব সংগঠনের তরফে প্রদীপ দে শুভায়ু পাল, অর্পণ পাল সহ সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র ঘটনাস্থলে আসেন। 
প্রসঙ্গত মাল ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপঙ্কর কর জানিয়েছেন, শিশুটি প্রিম্যাচিওর অর্থাৎ সময়ের আগেই ভুমিষ্ঠ হয়েছে। স্বার্স্থ্যকর্মীরা নিয়ম মেনেই টিকা দিয়েছিলেন। ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। যদিও ক্রান্তি মোড়ের ওই সুস্বাস্থ্য কেন্দ্রে সকাল থেকেই ঝুলেছে তালা। শিশুর ময়নাতদন্তের সময়ও পরিবারের সঙ্গে থাকবেন ছাত্র যুব নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment