Memary resentment

মেমারির চেয়ারম্যানকে তাড়া জনতার

জেলা

রয়েছে কমিউনিটি হল। সেখানেই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে তাড়া খেলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান। 
দীর্ঘদিন ধরে মেমারি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে  একটি কমিউনিটি হল আছে। সেখানে এলাকার মানুষ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করে আসছেন। এই এলাকার গরিব মানুষের ঘর ভেঙে গেলে, আশ্রয়স্থল হিসাবে এতদিন ধরে এই কমিউনিটি হলটি ব্যবহার করতেন এলাকার গরিব মানুষ। বহুদিন আগে উদ্বোধন হয় কমিউনিটি হল হিসাবে। 
সেই কমিউনিটি হলটি রঙ করে গত সোমবার মেমারি পৌরসভার চেয়ারম্যান তাঁর দলবল নিয়ে সুস্বাস্থ্য কেন্দ্র হিসাবে ফের উদ্বোধন করেন। এলাকার সাধারন মানুষ প্রতিবাদ করেন, বাধা দেন। তাঁরা বিক্ষোভ শুরু করেন চেয়ারম্যানকে ঘিরে ধরে। 
এলাকার মানুষের বক্তব্য কমিউনিটি হলটি এখানকার গরিব, সাধারন মানুষ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য নিয়মিত ভাবে ব্যবহার করেন। ঘর ভেঙ্গে গেলে, বন্যায় আশ্রয়স্থল হিসাবে এই কমিউনিটি হলে তারা আশ্রয় নেয়। তাই এই কমিউনিটি হল রেখে অন্য জায়গাতে সুস্বাস্থ্য কেন্দ্র হোক তাতে এলাকার মানুষের আপত্তি নেই কিন্তু কমিউনিটি সেন্টার তুলে দিয়ে নয়। এই নিয়ে চেয়ারম্যান স্বপন বিষয়ীর সঙ্গে এলাকার মানুষের বিরোধ শুরু হয়। ক্ষোভের জেরে চেয়ারম্যান দলবল নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন।

Comments :0

Login to leave a comment