TAPSIA Accident

ভেঙে পড়ল চাঙড়, শিশুকে জড়িয়ে ধরলেন বাবা

কলকাতা

তপসিয়ায় ওই ঘরে বিছানার ওপর পড়ে রয়েছে কংক্রিটের টুকরো। ছবি: মনোজ আচার্য

তপসিয়া এলাকায় সাপগাছিতে একটি বহুতলের চাঙড় ভেঙে পড়ে আহত এক শিশু এবং তার বাবা। সন্তানকে বাঁচাতে জড়িয়ে ধরেছিলেন ওই বহুতলের একটি ঘরের বাসিন্দা নুরউদ্দিন।

এলাকায় ঘুরে দেখা গিয়েছে বহুতলটির ভগ্ন দশা। তারই বিভিন্ন তলায় ছোট ছোট ঘরে বাস বহু পরিবারের। শুক্রবার দুপুর একটা নাগাদ নুরউদ্দিন তাঁর চার মাস বয়সের শিশুকে নিয়ে বসেছিলেন। আচমকাই ছাদের একাংশের চাঙড় ভেঙে পড়ে। শিশু সন্তানকে বাঁচাতে নুরউদ্দিন তাকে জড়িয়ে ধরে মাটিতে শুয়ে পড়লে বড় চাঙর এসে তাঁর মাথায় লাগে। শিশুরও আঘাত লাগে। দুজনেই চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

ঘটনায় বহু তলের অন্য বাসিন্দাদের মধ‍্যেও আতঙ্ক ছড়িয়েছে।

Comments :0

Login to leave a comment