১০ জনের উরুগুয়েকেও হারাতে পারল না ৯ বারের কোপা জয়ী এবং ৫ বারের বিশ্ব জয়ী ব্রাজিল।
কোপার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে উরুগুয়ে। সেমি ফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ লাস ভেগাসে নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল করতে পারেনি দুই দল। গোলশূন্য সমতায় খেলা শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায় ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে সেমি ফাইনালে উঠে গেল উরুগুয়ে। কোপা আমেরিকায় শুরু থেকেই ছন্দহীন ছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালেও সাম্বার সেই ম্যাড়ম্যাড়ে ফুটবল। অন্যদিকে দীর্ঘ বছর ধরেই অস্তিত্বসংকটে ভোগা ব্রাজিল নিজেদের যেন চেনাতেই পারছিল না। উদ্দেশ্যবিহীন এলোমেলো দলটিকে দেখে বারবারই মনে হচ্ছিল—হলুদ জার্সির আড়ালে খেলা এই দল কি সত্যিই ব্রাজিল! শেষ প্রায় ১৬ মিনিট দশ জনের উরুগুয়েকে পেয়েও, কাজের কাজ কিছুই করে উঠতে পারেনি সেলেকাওরা। উরুগুয়ের হালও ছিল তথৈবচ। গোটা ম্যাচে কোনও গোলই হল না। রক্ষণ সামলে আক্রমণের স্ট্র্যাটেজি ছিল দুই দলেরই। আর সেখানেই আটকে গিয়েছিল ব্রাজিল এবং উরুগুয়ের যাবতীয় জারিজুরি। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল গোলশূন্য।
Copa America 2024
টাইব্রেকারে ধরাশায়ী সাম্বার ছন্দ, কোপার সেমিফাইনালে উরুগুয়ে
×
Comments :0