কালীঘাটের কাকুর পর তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো সিবিআই।
মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী অফিসারের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। তৃণমূলের এই যুবনেতা ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন। প্রাথমিকে নিয়োগ দেওয়ার নামে আর্থিক লেনদেনের অভিযোগে কুন্তলকে গ্রেপ্তার করে ইডি।
কুন্তল আদালত থেকে বের হওয়ার সময় বলেন, "দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষকেও এই মামলায় ডাকা উচিত। তদন্ত নিরপেক্ষ হোক।"
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই দুর্নীতির আরেক অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করে। এই 'কালীঘাটের কাকু'-র শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে জামিন মঞ্জুর করা হয়। মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়ার পাশাপাশি একাধিক শর্ত আরোপ করেছে আদালত। বলা হয়েছে, বাড়ি ও হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবে না। বাড়িতে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। যে মোবাইল নম্বর ব্যবহার করবেন তা জানাতে হবে সিবিআইকে। ইতিমধ্যেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা ইডি।
Kuntal ghosh kalighate kaku
প্রাথমিকে দুর্নীতি: এবার কুন্তলের কন্ঠস্বরের নমুনা নিল সিবিআই

×
Comments :0