আর জি কর কাণ্ডের পর থেকে রাজ্যের একের পর এক হাসপাতালে দুর্নীতি চক্রের কারসাজি বেরিয়েই চলেছে। চিকিৎসকদের বড় অংশই শামিল প্রতিবাদে। বিচারের দাবিতে মিছিলও করে চলেছে ছাত্রছাত্রীরা।
আর জি কর কাণ্ডের জেরে রাজ্য প্রশাসন সাসপেন্ড করতে বাধ্য হয় বিরূপাক্ষ বিশ্বাসকে। বুধবার এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরব হন মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা দীন মহম্মদ। বিরূপাক্ষের নামে পুলিশ এফআইআর-ও দায়ের হয়েছিল।
দীন মহম্মদের অভিযোগ, তাঁর ছেলে ২০২১’র ‘নিট’ পরীক্ষায় সফল হতে পারেননি। জলঙ্গির এক চিকিৎসকের মাধ্যমে যোগাযোগ হয়েছিল বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে। তিনি তখন বর্ধমান মেডিক্যাল কলেজে সিনিয়র রেসিডন্ট। একটি বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য ৭৬ লক্ষ টাকার প্রস্তাব দেন বিরূপাক্ষ।
দীন মহম্মদের অভিযোগ, ৩ লক্ষ টাকা তিনি দিয়েওছিলেন। এরপর ৫ লক্ষ টাকা, ফের ১০ লক্ষ টাকা চান বিরূপাক্ষ। তাঁর সঙ্গে বিরূপাক্ষের কথোপকথন বলে একটি অডিও ক্লিপ বের করেছেন জলঙ্গির এই বাসিন্দা। তবে তার সত্যতা পরীক্ষা করা যায়নি। বিরূপাক্ষ অভিযোগকে অসত্য দাবি করলেও দীন মহম্মদ সরব।
তিনি বলেছেন প্রথম দফার টাকা জোগারের জন্য জমি বিক্রি করতে হয়েছিল। পরে তিনি টাকা দিতে অস্বীকার করে ৩ লক্ষ টাকা ফেরত চান। সে সময়ে তাঁকে গালাগালি করেন বিরূপাক্ষ। আর জি কর কাণ্ডে সাসপেন্ড হওয়ার পর ৪৫ হাজার টাকা ফিরিয়েছেন।
এমন বিভিন্ন অভিযোগের পাশাপাশি আর জি করে নির্যাতিত চিকিৎসকের বিচার চেয়ে মিছিল চলছেই। বুধবার মুর্শিদাবাদের বেলডাঙায় মাদ্রাসার ছাত্রীরা শামিল হলেন প্রতিবাদ মিছিলে।
R G KAR Corruption
দুর্নীতির আরো অভিযোগ আর জি করে দায়ীদের নামে
×
Comments :0