Rahul Crime Branch

সংসদে ধাক্কাধাক্কি, রাহুলের বিরুদ্ধে তদন্তে ক্রাইম ব্রাঞ্চ

জাতীয়

রাহুল গান্ধীর ছবি সংগ্রহ থেকে।

সংসদে ধাক্কাধাক্কি ঘিরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
জানা গিয়েছে দিল্লি পুলিশ তদন্তের দায়িত্ব দিয়েছে ক্রাইম ব্রাঞ্চকে। সাধারণভাবে দুষ্কৃতীমূলক অপরাধের অভিযোগে তদন্ত করে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। 
বৃহস্পতিবার সংসদে ধাক্কাধাক্কার অভিযোগে একে অন্যের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস ও বিজেপি। তার জেরে থানায় দায়ের হয় এফআইআর। লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের হয় সংসদের ভেতরে ঘটনার জেরে। 
বিজেপি’র অভিযোগ রাহুলের ধাক্কায় দলের দুই সাংসদ আহত হয়েছেন। আবার রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপি’র বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে। বিরোধীরা বলেছেন, বিআর আম্বেদকরকে ঘিরে অবমাননাকর মন্তব্যে আরএসএস-বিজেপি’র দলিত বিরোধী মানসিকতা স্পষ্ট। দেশজুড়ে চলছে শাহের ওই মন্তব্যের প্রতিবাদ।
কংগ্রেস বলেছে, আসল ঘটনা সম্পর্কে নজর ঘোরাতেই এখন তদন্ত, এফআইআর। ভয় দেখাতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ।
 

Comments :0

Login to leave a comment