CPI(M) State Conference

রাজ্য সম্মেলন উপলক্ষে অঙ্কন, ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাজ্য জেলা

সিপিআই(এম)পশ্চিমবঙ্গ রাজ্য ২৭ তম সম্মেলন উপলক্ষে রবিবার হুগলী জেলার বিভিন্ন জায়গায় ফুটবল, শ্রমজীবী ক্রীড়া, অঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। জাঙ্গিপাড়ার খলিসানী মাঠে মহিলাদের প্রদর্শনী ফুটবল খেলা হয়। খেলায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জাঙ্গীপাড়া আঞ্চলিক কমিটি ৪-২ গোলে সংগঠনের  হুগলী জেলা কমিটিকে পরাজিত করে। বিজয়ী দলের অধিনায়িকা বর্ষা বাস্কে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। বিজীত দলের অধিনায়ক বর্ষা মাঝি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। বিজয়ী দলকে উইনার্স ট্রফি তুলে দেন সিপিআই(এম) জেলা গণআন্দোলনের নেতা ফারুক আহমেদ লস্কর ও বিজীত দলকে রানার্স ট্রফি তুলে দেন হুগলী জেলা কমিটির সদস্য অর্চনা মণ্ডল। ছিলেন জেলা মহিলা নেত্রী দীপ্তি চ্যাটার্জী শিবানী দাশগুপ্ত ও সুদীপ্ত সরকার প্রমুখ।
রাজ্য সম্মেলন উপলক্ষে এদিন তারকেশ্বর মোহনবাটী প্রাথমিক বিদ্যালয় মাঠে হুগলী জেলা সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন এবং সিআইটিইউ’র উদ্যোগে গ্রামীণ শ্রমজীবী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  হয়। শুরুতে রোড রেস হয়। সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়াবিদ তাপসী বাউল। ছিলেন জেলা  কৃষক নেতা স্নেহাশিস রায়,  ভক্তরাম পান,  খেতমজুর নেতা  রামকৃষ্ণ রায়চৌধুরী ও শ্রমিক নেতা মলয় সরকার।  প্রতিযোগিতায় হুগলী জেলার  তারকেশ্বর, গোঘাট, সিঙ্গুর, হরিপাল, পুড়শুড়া  থেকে ৪২৭ জন প্রতিযোগি অংশ নেন। তাদের মধ্যে ২০২ জন মহিলা প্রতিযোগি ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ১০০ এবং ২০০ মিটার দৌড়, বস্তা দৌড়, কলসী দৌড়, মিউজিক্যাল চেয়ার, ব্রড জাম্প, তীর নিক্ষেপ, যেমন খুশি সাজো ইত্যাদি। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে বাউল গান, আদিবাসী গান ও নৃত্য, একক ঢাক বাজানো, টুসু গান, ভাদু গান, ইত্যাদি ছিল চোখে পড়ার মতো। ১১৫ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। প্রায় ১৫০০ দর্শক উপস্থিত থেকে ছিলেন। এলাকাবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।


রাজ্য ২৭তম সম্মেলন উপলক্ষ্যে হুগলী জেলার বিভিন্ন প্রান্তে ওভারহেড গেট।

সিপিআই(এম) চণ্ডীতলা ৩ এরিয়া কমিটির উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা হয় বেগমপুর রবীন্দ্রনগরে। শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী মনীষ দেব। ছিলেন গণআন্দোলনের নেতা জগন্নাথ ঘোষ, অপূর্ব কুমার পাল, অচিন্ত্য ঘোষ, রজতাভ রায়, সুজন লাহা,সমীর রায়  প্রমুখ। এই অঙ্কন প্রতিযোগিতা কেন্দ্র করে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী , অভিভাবক ও সাধারণ জনগনের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়।
সিপিআই(এম)  রাজ্য সম্মেলন উপলক্ষে কোন্নগর এরিয়া কমিটির উদ্যোগে কানাইপুর আদর্শনগরে বসে আঁকো ও পোস্টার লিখন প্রতিযোগিতা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী মনীষ দেব। এছাড়া কোন্নগরের আরও আটজন স্বনামধন্য চিত্র শিল্পীরা উপস্থিত ছিলেন। মোট ২৫০ জন প্রতিযোগী বসে আঁকা এবং পোস্টার লিখনে ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।  জেলা ও এরিয়া কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
হরিপাল বড়বাজার শীতলাতলায় হরিপাল ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। উদ্বোধন করেন হুগলি জেলার গণ-আন্দোলনের প্রবীণ নেতা  দুলাল ভৌমিক। বসে আঁকো, ক্যুইজ এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন বহু ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন   মিন্টু বেরা, যোগীয়ানন্দ মিশ্র সহ অতনু কুণ্ডু, সৌরেনকৃষ্ণ সিংহরায়,  জগন্নাথ বন্দ্যোপাধ্যায় ও সুভাষ বাগ। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়।

Comments :0

Login to leave a comment