DHUSARBELA — MANISH DEB / MUKTADHARA — ANYA PASHUKHAMAR

ধূসরবেলা — অন্য পশুখামার / মনীষ দেব

সাহিত্যের পাতা

DHUSARBELA    MANISH DEB  MUKTADHARA   ANYA  PASHUKHAMAR

ধূসরবেলা

অন্য পশুখামার
মনীষ দেব


     শিকার — আহার — নিদ্রা, পশুর জীবন এবং পশুবৎ। একদিন প্রতিদিন হাজার বছর, হাজার হাজার বছর। হয়তো লক্ষ কোটি বছর পেরিয়েও পশুরা এরকমই থেকে যায়, পশু শিকার করে — খায় এবং ঘুমিয়ে পড়ে। তার কোনও অতীত-বর্তমান-ভবিষ্যত নেই। খিদে আছে তাই জাগে, না হলে ঘুমিয়েই থাকত
পশুকুল।

   পশুবৎ সমাজও কী ঘুমিয়ে পড়বে? কংক্রিটের জঙ্গলে বাস করা আমরাও পশুবৎ জীবনের পথে — আমাদের কোনও আকাশ নেই — আকাশ এখন FACEBOOK - এ — আমাদের কোনও মাঠ-পাথার-প্রান্তর নেই — দেয়াল জোড়া WALL-PEPAR -জীবন জুড়ে WhatsAPP. 
 

  পশুখামার' এবং পশুবৎ বাঁচা। পশুদের যেমন ন্যায়-অন্যায়ে কিছু যায় আসে না — আমাদেরও কিছু যায় আসে না। পশুরা যেমন পশু শিকার করে, আমরা মানুষ শিকার
করি — অন্য ধর্মের — অন্য বর্ণের এবং দরিদ্র অসহায় সর্বহারাকে। এ এক অন্য পশুখামার।  শিকার — আহার — নিদ্রা, পশুর জীবন এবং পশুবৎ।
ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে—

Comments :0

Login to leave a comment