MP Dalit Murder

সরপঞ্চের দখলদারি, মধ্য প্রদেশের গ্রামে পিটিয়ে হত্যা দলিত যুবককে

জাতীয়

হোটেল সরপঞ্চের। তার রাস্তার জন্য ছেড়ে দিতে হবে জমি। গ্রামের সবার জলের কুয়ো থেকে পাইপলাইনে জল দিতে হবে হোটেলে।
ইন্দরগড় গ্রামে তারই প্রতিবাদ করেছিলেন নারদ জাটভ। যার জেরে ক্ষতবিক্ষত দেহ মিলেছে মধ্য প্রদেশের শিবপুরী জেলার এই দলিত গ্রামবাসীর। 
গ্রামের সরপঞ্চ পদম ধাকড়। থানায় জাটভে পরিবার অভিযোগ দায়ের করে জানিয়েছে জনা সাতেক লোক জুটিয়ে সরপঞ্চ বেধড়ক মেরেছিল পদমকে। তার জেরেই মৃত্যু। পুলিশ এফআইআর দায়ের করেনি কেন, সেই প্রশ্ন তুলছেন নিহতের পরিজনরা।  
ধাকড়ের স্ত্রী এবং ছেলেও অভিযুক্ত। অভিযুক্তেরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। 
স্থানীয়রা সংবাদসংস্থাকে জানিয়েছেন, নারদ জাটভের জমির ওপর দিয়ে হোটেলের রাস্তা টেনেছিল সরপঞ্চ। কুয়ো থেকে টেনেছিল পাইপলাইন। মামাকে সঙ্গে নিয়ে রাস্তার কাট আটকে দেন নারদ। পাইপলাইন তুলে দেন।
নারদের পরিবার জানিয়েছে, লাঠি নিয়ে আক্রমণ করেছিল সরপঞ্চ। সবার চোখের সামনেই মারতে থাকে। 
বুধবার স্থানীয় মেডিক্যাল কলেজে দেহের ময়নাতদন্ত হয়েছে। সেখানেও বিক্ষোভ দেখিয়েছেন নারদ জাটভের আত্মীয়রা। সেই বিক্ষোভের জেরে সরপঞ্চ এবং তার সাকরেদদের নামে এফআইআর করতে বাধ্য হয় পুলিশ। 
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা কমল নাথ বলেছেন, ‘‘বিজেপি’র শাসনে দলিতরা নিরাপদ নন। একজন দলিত যুবকে সবার সামনে পিটিয়ে হত্যা করা হয় কিভাবে!’’ কংগ্রেস নেতার সংযোজন, ‘‘দলিতদের বিরুদ্ধে হিংসা হচ্ছে না, মধ্য প্রদেশে এমন একটি দিনও নেই।’’

Comments :0

Login to leave a comment