BAIL UMAR KHALID

উমর খালিদের ৭দিনের জামিন

জাতীয়

দিল্লির বিচার আদালত মঞ্জুর করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের জামিনের আবেদেন। তবে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মাত্র ৭দিনের জামিন মঞ্জুর করেছে দিল্লির বিচার আদালত। 
২০২০-তে দিল্লির সাম্প্রদায়িক সংঘর্ষে উসকানির অভিযোগে তাঁর বিরুদ্ধে ইউএপিএ-তে অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ। বিচার শেষ না করে চার বছর প্রায় বিচারাধীন বন্দি সমাজকর্মী খালিদ। অথচ, তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিয়ে দেশজুড়ে বারবার প্রশ্ন উঠেছে। সমালোচনার মুখে পড়েছে এমনকি দেশের শীর্ষ আদালত। 
বুধবার দিল্লির করকরডুমা আদালতের অতিরিক্ত সেশন বিচারক সমীর বাজপায়ী খালিদের জামিনের আবেদন মঞ্জুর করে। 
জামিনের শর্তও রয়েছে। কোনও সাক্ষী বা মামলার সঙ্গে জড়িত কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না উমর খালিদ। কেবল পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গেদেখা করতে পারবেন তিনি। ৩ জানুয়ারি তাঁকে ফের জেল সুপারের কাছে আত্মসমর্পণ করতে হবে। 
২০২২-এ অক্টোবরে খালিদের জামিনের আবেদন নাকচ করে দিল্লি হাইকোর্ট। সুপ্রিম কোর্টেও আবেদন করেছিলেন খালিদ। পরে যদিও তুলে নেন বিশেষ লিভ পিটিশন।

Comments :0

Login to leave a comment