MODI B.A DEGREE

মোদীর বি.এ পাশ মামলায় রায় দান স্থগিত দিল্লি হাইকোর্টের

জাতীয়

প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে মামলা চলছে প্রায় আট বছর। নরেন্দ্র মোদীর স্নাতক স্তর পাশের ডিগ্রি মামলার রায় ঘোষণা স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। 
সাধারণভাবে গণ্যমান্যদের তথ্য জানাতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানই আগ্রহী হয়। কিন্তু নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত মামলার ধরনই আলাদা। 
একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬-তে কেন্দ্রীয় তথ্য কমিশন রায় দিয়েছিল। দিল্লি বিশ্ববিদ্যালয়কে কমিশন নির্দেশ দেয় ১৯৭৮ সালে বি.এ পাশ ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করতে হবে।
সানন্দে রাজি হয়ে যাওয়ার বদলে বেঁকে বসে দিল্লি বিশ্ববিদ্যালয়। বস্তুত নরেন্দ্র মোদী ওই বছরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাশ করেছিলেন বলে জানিয়ে থাকেন প্রার্থী হিসেবে পরিচয় দাখিলের সময়। মোদীর দাবির সত্যতা নিয়ে মামলা হলেই বিজেপি ঘনিষ্ঠরা বারবার ঝাঁপিয়েও পড়েছে। 
দিল্লি বিশ্ববিদ্যালয় তথ্য কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিল দিল্লি হাইকোর্টে। সেই মামলারই শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার বিচারপতিরা রায়দান স্থগিত করেছেন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের হয়ে সওয়ালে নামে কেন্দ্রের শীর্ষ আইন আধিকারিক সলিসিটর জেনারেল তুষার মেহতা। সওয়ালে তিনি বলেছেন, তথ্য কমিশনের নির্দেশটি বাতিল করা উচিত। তবে আদালতকে নথি দেখাতে কোনও আপত্তি নেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের।
মোদীর ‘এনটায়ার পলিটিক্যাল সায়েন্স‘-এ এম.এ করেছেন গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে, শিক্ষাগত যোগ্যতায় তাঁর দাবি এমনই। কিন্তু মোদীর সব দাবি ঘিরেই সন্দেহ জানাতে দেখা গিয়েছে বিভিন্ন অংশকে।

Comments :0

Login to leave a comment