দুর্ঘটনার কবলে পড়ল ডেল্টা এয়ার লাইনসের একটি বিমান। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি উল্টে যায়। ঘটনায় ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
ডেল্টা এয়ার লাইনসের তরফে জানানো হয়েছে সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ বিমানটি ৭৬ জন যাত্রী ও চারজন ক্র সদস্যকে নিয়ে মিনিয়াপোলিস থেকে আসছিল। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময়ে উল্টে যায় বলে মঙ্গলবার সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আহত যাত্রীদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে। সব যাত্রী এবং ক্রু সদস্যরা অক্ষত আছেন।
দুর্ঘটনার পর বিমান পরিষেবা সাময়িক ব্যাহত হয়।
Comments :0