জাতীয় গেমসে পোল ভল্টে নতুন রেকর্ড গড়লেন দেবকুমার মীনা। মধ্য প্রদেশের ১৯ বছরের এই অ্যাথলিট ৫.৩২ মিটার উচ্চতায় লাফালেন।
ন্যাশনাল গেমস-এ জাতীয় রেকর্ড ছিল তামিলনাডুর এস শিবার। ৫.৩১ মিটার উচ্চতার রেকর্ড সোমবার ভেঙে দেন মীনা।
তিন বছর আগেও ৪০০ মিটার দৌড়াতেন মীনা। পোল ভল্টে সরিয়ে নেন নিজেকে। এদিন ৫.৪ মিটার উচ্চতা ছুঁতে চেয়েছিলেন তিনি। অতটা পারেননি, তবে জাতীয় রেকর্ড ভাঙার পক্ষে যথেষ্ট ছিল তাঁর লাফ।
মীনা জানিয়েছেন তাঁর নতুন কোচ কিউবার প্রাক্তন চ্যাম্পিয়ন অ্যাঞ্জেল গার্সিয়া এস্তেবান এই ঊচ্চতায় লাফাতে সাহায্য করেছেন। তিনিই ৫.৪ মিটারের লক্ষ্যও সামনে রেখে অনুশীলন করাচ্ছেন।
এদিন এশিয়ান গেমসে শটপাটে সোনা জিতেছেন এশিয়ান গেমস জয়ী তোজিন্দর পাল সিং।
National Games Pole Vault
ন্যাশনাল গেমসে পোল ভল্টে নতুন রেকর্ড মীনার
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24027/67aa1290890c0_pole-vault-Meena.jpg)
×
Comments :0