শিয়ালদহ স্টেশন চত্বরে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ শিয়ালদহ স্টেশনের এক নম্বর প্লাটফর্মের কাছে ফলের বাজার সংলগ্ন এলাকায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা শিয়ালদহ স্টেশন চত্বরে। খবর পেয়ে প্রথমে দমকলের ২ টি ইঞ্জিন আসে।
সূত্র মারফত জানা যাচ্ছে একটি চায়ের দোকানে প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়ায়। নিমেষের মধ্যে পর পর অস্থায়ী দোকান গুলিতে আগুন ছড়িয়ে পড়ে। এলাকা বেশ ঘিঞ্জি হওয়ার ফলে বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরে আরও ৫ টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। শিয়ালদহ ব্রিজের নিচে ওই চত্বরে বেশ কিছু খাবারের দোকান থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পরে। আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। পুলিশের অনুমান প্রায় ৪০ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কী ভাবে লাগলো আগুন তা তদন্ত করে দেখা হচ্ছে।
fire at Sealdah
শিয়ালদহ চত্বরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই প্রায় ৪টি দোকান
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24134/67af117851735_AGUN.jpg)
×
Comments :0