মিড ডে মিলের খাবারে মুখ দিয়েছিল কুকুর। সেই খাবারই দেওয়া হয়েছে স্কুলের শিশুদের। শোরগোলের জেরে শিশুদের দিতে হলো অ্যান্টি র্যাবিস ইঞ্জেকশন।
ছত্তিশগড়ের বালোদাবাজার জেলার ঘটনায় ছড়িয়েছে ক্ষোভ।
স্থানীয়রা জানিয়েছেন গত ২৯ জুলাই কুকুরে মুখ দেওয়া খাবার দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের। তারাই দেখেছিল তরকারির গামলায় মুখ দিয়েছে কুকুর। স্কুলের রান্নাঘরের বাইরে খোলা পাত্রে রাখা হয়েছিল খাবার।
অভিযোগ, ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। ঘটনা জানার পর অভিভাবকরা ব্যাপক ক্ষোভ জানান। তারপরই নড়েচড়ে বসতে বাধ্য হয় প্রশাসন।
বালোদাবাজার জেলার পালারি ব্লকের লচ্ছাপুর গ্রামের এই স্কুলে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের খাওয়ানো হয়েছিল ওই খাবার। শিক্ষকরা বলেছেন সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীকে ওই খাবার দিতে বারণ করা হয়েছিল। তা সত্ত্বেও দেওয়া হয়েছে খাবার।
Mid Day Meal Contaminated
মিড-ডে-মিলের খাবার খেল কুকুর, ছত্তিশগড়ে ৭৮ ছাত্রছাত্রীকে অ্যান্টি র্যাবিস

×
Comments :0