মোট ৮ দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার থেকে প্রথম দফায় চার দিন বন্ধ থাকবে। প্রথম দফায় ১৩ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ দুই অংশেই বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। সিগনালিংয়ের কাজের জন্যই বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড হয়ে শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে খুব শীঘ্রই চালু হবে মেট্রো পরিষেবা। বউবাজারে মেট্রোর কাজের জন্য বাড়ি ভেঙে বিপর্যয়ের ফলে স্থগিত ছিল এই অংশের সংযুক্তির কাজ। এটি মধ্যেই ট্রায়াল রান সম্পন্ন হয়েছে ধর্মতলা থেকে শিয়ালদহ রুটে। শেষ প্রস্তুতির অংশ হিসাবে সিবিটিসি অর্থাৎ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম পরীক্ষা করে দেখা হবে। যা একটি সিগন্যালিং ব্যবস্থার দ্বারা পরিচালিত হবে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড ও শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো রুট দুটি জুড়ে গেলে অনেকটাই সুবিধা হবে যাত্রীদের। কিন্তু বর্তমানে এই দুটি পৃথক রুট প্রতিদিন ব্যবহার করেন অনেক সংখ্যক যাত্রী। যাত্রীদের মত এই আট দিন তাঁদের প্রচুর ভোগান্তি হবে।
Comments :0