যুবভারতীতে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমার্ধে মেসি বাউলির গোলে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল ১১মিনিটে বক্সের বাইরে থেকে বল পেয়ে গুরপ্রিতকে পরাস্ত করে গোল করেন মেসি বাউলি। ম্যাচের ১৩ মিনিটে সুনীলের হেড দারুণ দক্ষতায় সেভ করেন গিল। রিবাউন্ড শটটি গোললাইন সেভ করেন আনোয়ার। ম্যাচের ৪৭ মিনিটে নগুয়েরাকে ফাউল করায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান ডিয়ামেনটেকসকে । ফলে দ্বিতীয়ার্ধে ভিন্ন পরিকল্পনা নিয়ে দল নামাতে হবে অস্কারকে।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের বেশ অনেকক্ষণ ধরেই ১০ জনে দারুণ ডিফেন্ডিং করলেও ম্যাচের ৮৯ মিনিটে নিশুর হাত লাগায় পেনাল্টি পায় বেঙ্গালুরু।৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দিলেন সুনীল ছেত্রী। ম্যাচ ড্র করে সুপার সিক্সের আশা শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের।
Comments :0