ম্যাচের ৩৩ মিনিটে গোল করে গারোয়াল হিরোসকে এগিয়ে দিলেন রিচি খারবানি। অনেকক্ষণ ধরেই মাঝমাঠ ও উইং থেকে অনেক ভালো ফুটবল খেলছিলেন গারোয়ালের ফুটবলাররা। ইস্টবেঙ্গলকে প্রতিটি পদক্ষেপেই টেক্কা দিচ্ছিল এই দল। তাই যোগ্য দল হিসেবেই এগিয়ে গেল গারোয়াল হিরোস। গোলের পাস বা
৪২ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করলেন পরিবর্ত হিসেবে নামা ইস্টবেঙ্গলের এন্ড্রুস। গোলরক্ষককে কাটিয়েও ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ ইস্টবেঙ্গল। ম্যাচের অতিরিক্ত সময়ে ফের একবার গোল মিস করেন ইস্টবেঙ্গলের সোনাম।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে কর্নার থেকে গোল শোধ দিলেন সোনাম। ৬৬ মিনিটে ফ্রি কিক থেকে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেন সেজাস। ৬৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল দেখলেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার সোনাম । ২-১ গোলে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল।
Comments :0