England vs Switzerland

শেষ চারের লক্ষ্যে নামছে ইংল্যান্ড

খেলা

ইউরোর শেষ আটে ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে সুইৎজারল্যান্ডের। ডুসেলডর্ফের মাঠে বুন্দেশলিগার সর্বাধিক গোলদাতা হ্যারি কেন, ইপিএলের সর্বাধিক গোলদাতা ফিল ফোডেন ও রিয়েল মাদ্রিদ্রের বেলিংহ্যামকে নিয়ে নামবে ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ড স্লোভাকিয়ার বাধা কাটিয়েছে। প্রচুর সমস্যা নিয়ে শেষ আটে পৌঁছালেও শেষ ১১টি ম্যাচ ইউরো কাপে তাঁরা অপরাজিত। শেষবার হয়েছিল ২০১৬ সালে। অন্যদিকে সুইসরা যথেষ্ট আত্মবিশ্বাসী। তারা গতবারের ইউরো জয়ী ইতালির বিরুদ্ধে যেভাবে খেলেছিল, সেই পদ্ধতি ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। যদিও তারা ২০২০ সালের পর এই প্রথম শেষ আটে খেলবে। সুইসরা আজ অবধি ২৭টি ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনবার মাত্র জিতেছে। শেষবার ১৯৮১ সালে।   
শেষ আটের একটি ম্যাচে বার্লিনে খেলতে নামছে নেদারল্যান্ডস ও তুরস্ক। বিশাল কোনও চাকচিক্য না থাকলেও এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। তুরস্ক কোনোরকমে অস্ট্রিয়ার বাধা কাটিয়েছে। যেখানে নেদারল্যান্ডস রোমানিয়াকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী। তুরস্কের জন্য কিছু খারাপ খবর আছে। অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করে জেতানো দেমিরালকে ইউয়েফা দু’ম্যাচের জন্য নির্বাসন দিয়েছে। তিনি গোল করে হাতের মাধ্যমে উগ্র দক্ষিণপন্থী একটি দলের চিহ্ন দেখিয়েছিলেন।  
ইংল্যান্ড: সুইৎজারল্যান্ড, সময় রাত ৯:৩০
নেদারল্যান্ডস: তুরস্ক, সময় রাত ১২:৩০
 

Comments :0

Login to leave a comment