Protest Against Eviction Notice

এক্সপ্রেসওয়েতে উচ্ছেদ, প্রতিবাদ বিশরপাড়ায়

রাজ্য

Protest Against Eviction Notice


বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ের দুই পাশের অত্যন্ত নিম্নবিত্ত মানুষের বাসস্থান উচ্ছেদ করার জন্য দমদম থানার উচ্ছেদ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে  রবিবার বিরাটি পূর্ব বিশরপারার উত্তর বাদড়া অঞ্চলে ইউসিআরসি'র ডাকে এক বিরাট প্রতিবাদ সভা হয়। উত্তর বাদড়ার অধিবাসীরা সভাতে যোগদেন।
উত্তর বাদড়াতে উদ্বাস্তু বসতি পূর্ণ খেটে খাওয়া মানুষের কলোনি আছে। তার সংলগ্ন কেন্দ্রীয় বিহার নামের আবাসনের কয়েকজন আবাসিক বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ের সার্ভিস রোড নির্মাণের নামে উচ্ছেদের ব্যবস্থা করার জন্য হাইকোর্টে একটি আবেদন করেন। সেই মামলার ভিত্তিতেই বিজ্ঞপ্তি হয়েছে বলে জানানো হয়।


এই পরিস্থিতিতে ইউসিআরসি’র ডাকে এই কলোনির প্রায় তিন শতাধিক পরিবারের উচ্ছেদের রুখতে আন্দোলনে শামিল হবার জন্য ডাক দেওয়া হয় সভা থেকে। সভাতে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী, ঝন্টু মজুমদার, সুনীল চক্রবর্তী, দেবায়ন বন্দ্যোপাধ্যায়, দীপক ভট্টাচার্য, অনুপ মিত্র, অরুণ দাস। সভা পরিচালনা করেন সঞ্জয় ভৌমিক। 


Comments :0

Login to leave a comment