Parliament Rahul

রাহুলের বিরুদ্ধে এফআইআর, নজর ঘোরানোর চেষ্টা, বলল কংগ্রেস

জাতীয়

ছবি সংগ্রহ থেকে।

সংসদে ধাক্কাধাক্কির জেরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে 
এফআইআর দায়ের হয়েছে। কংগ্রেস বলেছে, বিআর আম্বেদকরকে ঘিরে অমিত শাহের অবমাননাকর মন্তব্য থেকে নজর ঘোরাতেই এই তৎপরতা বিজেপি’র। 
এদিন বিজেপি’র দুই সাংসদ রাহুল গান্ধীর ধাক্কায় আহত বলে দাবি করেছে বিজেপি। ওই সাংসদকে বিজেপি’র অন্য সাংসদরা ঘিরে থাকার সময় দেখাও করতে যান রাহুল। তবে তাঁকে কার্যত বের করে দেওয়া হয়। 
কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে পালটা অভিযোগ তুলে বলেছেন যে বিজেপি সাংসদদের ধাক্কায় তিনি আহত হয়েছে। তাঁর যে হাঁটুতে অস্ত্রপচার হয়েছে ফের সেখানেই আঘাত পেয়েছেন তিনি।  
রাহুল সংবিধানের প্রতিলিপি সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘আম্বেদকরকে ঘিরে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সারা দেশ সোচ্চার। সেখান থেকে মুখ ঘোরাতেই এসব করছে বিজেপি।’’ 
অমিত শাহ সংবিধান সংক্রান্ত আলোচনায় সংসদে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বলেন, ‘‘এখন একটা ফ্যাশান হয়ে গিয়েছে কথায় কথায় আম্বেদকার, আম্বেদকার বলা। এতো বার যদি ঈশ্বরের নাম নিতেন তাহলে স্বর্গ লাভ হতো।’‘
কেবল একটি বক্তব্য ঘিরেই নয় বিআর আম্বেদকর এবং সংবিধানের প্রশ্নে বিজেপি এবং তার ভিত্তি সংগঠন আরএসএস বারবারই বিরোধিতা করেছে বিভিন্ন প্রশ্নে। তার নমুনাও হাজির হয়েছে। 
বিজেপি’র অভিযোগ, তাদের সাংসদ প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুত ‘রাহুলের ধাক্কায় আহত’। 
রাহুল বলেন, ‘‘অমিত শাহের ক্ষমাপ্রার্থনা এবং পদত্যাগের দাবি উঠেছে। তার কোনোটিই হয়নি। আজকে ঘটনা থেকে নজর ঘোরানোর নতুন তৎপরতা শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment