অবশেষে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারলো সিবিআই। এর আগে একাধিক বার হাজিরা এড়িয়েছেন তিনি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে এদিন আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে নেওয়া হয় কাকুর কণ্ঠস্বরের নমুনা। প্রাথমিকে দুর্নীতির মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু একধিক বার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান ‘কালীঘাটের কাকু’।
মঙ্গলবার ম্যাজিস্ট্রেট ও সিবিআইয়ের আধিকারিকদের সামনেই তাঁর কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়। জানা যাচ্ছে প্রায় ৪৫ মিনিট ধরে চলে নমুনা সংগ্রহের কাজ। এই কণ্ঠস্বরের নমুনা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে (সিএফএসএল) পাঠানো হবে। সেখানেই পরীক্ষা করা হবে কণ্ঠস্বরের। সিবিআই সূত্রের খবর কাকুর কণ্ঠস্বরের সঙ্গে যদি তাঁদের হাতে থাকা কণ্ঠস্বর মিলে যায় তাহলে এই মামলার মোড় ঘুরে যেতে পারে। এই ‘কালীঘাটের কাকু’, যাঁর নাম আসলে সুজয়কৃষ্ণ ভদ্র, নিজেই জানিয়েছিলেন তাঁর ‘সাহেবকে’ কেউ ছুঁতে পারবে না। সংবাদমাধ্যমেই বলেছিলেন যে সেই ‘সাহেব তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি। সিবিআই’র অভিযোগ, টাকার বিনিময়ে চাকরির কথোপকথনের অডিও ক্লিপ হাতে রয়েছে। তার সঙ্গে মিলিয়ে দেখা হবে এই নমুনা।
kalighater kaku
অবশেষে মিললো কাকুর কণ্ঠস্বরের নমুনা
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24059/67ab5c4a6790c_kalighater-kaku.jpg)
×
Comments :0