Fire

ফলতায় প্যাটন কারখানায় আগুন

রাজ্য জেলা

ফলতায় প্যাটন কারখানায় ভয়াবহ আগুন৷ রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তড়িঘিড়ি তাঁরা খবর দেন দমকল বিভাগে৷ পুলিশেও খবর দেওয়া হয়৷ কারখানাটিতে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ জানা গেছে এই ভয়াবহ আগুন নেভাতে ডায়মন্ড হারবার, বেহালা থেকে ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন এসে পৌঁছেছে। এসেছে পুলিশ। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। তাদের সহযোগিতা করতে নেমে পড়েছেন স্থানীয় মানুষজন। রাতে কারখানায় আগুন লাগায় এলাকাতেও আতঙ্ক ছড়ায়। আগুন লাগর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। হতাহতের কোনো খবর নেই। তবে কয়েক মুহূর্তে এই লেলিহান আগুনে ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “হঠাৎ দেখলাম দাউদাউ করে আগুন জ্বলছে। কী করে লাগল বোঝা যায়নি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাছে হাত লাগায়। পরে দমকল আসে। শেষ পাওয়া খবরে জানা গেছে এখনও আগুন নেভানোর চেষ্টা করেছেন দমকলের কর্মীরা।

Comments :0

Login to leave a comment