Fishermen Deputation

মৎস্যজীবীরা শিকার হয়রানির, বিক্ষোভ মালদহে

জেলা

পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির মালদহ জেলার বিক্ষোভ মীন ভবনে। ছবি: উৎপল মজুমদার

মৎস্যজীবীদের উপর অযথা পুলিশী হয়রানি চলছে। সীমান্তবর্তী এলাকায় বিএসএফের হয়রানিও চলছে। সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না প্রকৃত মৎস্যজীবীরা। 
মৎস্যজীবীদের হকের এমন একাধিক দাবি সামনে রেখে, মঙ্গলবার, পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সমিতির মালদহ জেলা শাখা ওল্ড ব্লকের মঙ্গলবাড়িতে মিছিল ও সভার মধ্য দিয়ে জেলা মীন ভবনে গিয়ে স্মারকলিপি দিয়েছে। 
সমস্ত বহতা নদীতে মাছ ধরার অধিকার দাবি করেছেন মৎস্যজীবীরা। মেয়াদ পার হওয়া মৎস্যজীবী সমবায়গুলিতে দ্রুত নির্বাচনের দাবিও তুলেছেন তাঁরা। 
মঙ্গলবার বিকেলে বুলবুলচন্ডী  মোড় থেকে মিছিল বের হয়ে মীন ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। সেখানেই সভা হয়। সভায় রবীন্দ্রনাথ হালদার, একরাম হোসেন, ধীরেন্দ্রনাথ মুরারী, খোকন মালো, বিনয় মহালদার, জয়দেব ঘোষ, সুকদেব চৌধুরী, পবিত্র বারুই, প্রভাস হালদার এবং সভার সভাপতি বিশ্বনাথ ঘোষ ভাষণ দিয়ে দাবিগুলো তুলে ধরেন। 
প্রতিনিধিদল সহকারী মৎস্য অধিকর্তার কাছে স্মারকলিপি দেয়।

Comments :0

Login to leave a comment