মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশ বিমানবাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ মহড়া শুরু হয়েছে। এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে।
বুধবার আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয়। মহড়ার মাধ্যমে গুরুতরভাবে আহত রোগী পরিবহণ এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর অনুশীলন করা হয়। সাত দিনের এই মহড়ায় প্রায় ৯২ জন মার্কিন এবং ৯০ জন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য, শ্রীলঙ্কা বিমান বাহিনীর দুইজন চিকিৎসা কর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং অন্যান্য আঞ্চলিক অংশীদারদের একত্রিত করা হয়েছে যাতে চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনার কাজে সহযোগিতা বৃদ্ধি করা যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের জানায়, এই ধরনের অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন করা সম্ভব হবে। এ ছাড়া এই মহড়ার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমও পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে দুর্ঘটনা, প্রতিকূল আবহাওয়া অথবা যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধার প্রক্রিয়ায় সমন্বিত সহযোগিতা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা অর্জিত হচ্ছে।
অন্যদিকে, স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্র্যাকিং ও সারভাইভাল এক্সারসাইজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কমব্যাট ট্র্যাকিং মহড়ায় মাধ্যমে শত্রু গতিবিধি শনাক্তকরণ, গোপন গতিবিধি অনুসরণ এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করার দক্ষতা অনুশীলন করা হচ্ছে।
সারভাইভাল অনুশীলনের মাধ্যমে প্রতিকূল ও প্রতিকূলতম পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকার কৌশল, খাদ্য ও পানীয় সংগ্রহ, আত্মগোপন এবং শত্রু পরিবেষ্টন থেকে নিরাপদে মুক্ত হওয়ার কৌশল বিষয়ে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে।
আইএসপিআর জানায়, এই মহড়ার অংশগ্রহণের মাধ্যমে বাহিনীগুলোর জরুরি সংকটকালীন পরিস্থিতি ও যুদ্ধকালীন অভিযানে একযোগে কাজ করার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। ফলে এ মহড়া ভবিষ্যৎ যৌথ অপারেশন পরিচালনায় এক গুরুত্বপূণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, এই মহড়াটি মার্কিন সাম্রাজ্যবাদের একটি পরিকল্পিত মহড়া। অনেক আগেই বার্মার রোহিঙ্গাদের সুরক্ষায় করিডোর দেওয়ার মাধ্যমে সেটি বাস্তবায়ন করেছে এই ব্যার্থ ইউনুস সরকার।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে মার্কিন সামরিক বিমান অবতরণ এবং বন্দরনগরীর একটি হোটেল রেডিশনে মার্কিন সেনাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে।
বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, মঙ্গলবার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলার জন্য এই কর্মসূচি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫’ প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের চলমান প্রতিশ্রুতি তুলে ধরে। যা ভবিষ্যতের সঙ্কটে দ্রুত এবং কার্যকরভাবে সাড়া দেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করে।
Pacific Angel
বাংলাদেশ-মার্কিন যৌথ মহড়া চট্টগ্রামে, সাম্রাজ্যবাদের পরিকল্পনা বললো সিপিবি

×
Comments :0