GK — TAPAN KUMAR BIRAGYA / NATUNPATA - 17 NOVEMBER

জানা অজানা — বর্ষণ বৃক্ষ / নতুনপাতা

ছোটদের বিভাগ

GK  TAPAN KUMAR BIRAGYA  NATUNPATA - 17 NOVEMBER

নতুনপাতা

জানা অজানা

বর্ষণ বৃক্ষ
তপন কুমার বৈরাগ্য

বর্ষণ বৃক্ষ বা বৃষ্টি গাছ। মেঘ থেকে বৃষ্টি হয়
আমরা সকলেই জানি;কিন্তু গাছ থেকে বৃষ্টিপাত
হয় সত্যিই আশ্চর্যের বিষয়। দক্ষিণ আমেরিকায়
আমাজন জঙ্গল আছে।সেখানে এই রেইন ট্রি দেখা
যায়। রেইন ট্রি প্রায় চব্বিশ পঁচিশ মিটার উঁচু হয়। নিচের
দিকটা মোটা হয়।উপরের দিকটা ক্রমশঃ সরু হয়।
আমাদের দেশের সুপারীগাছের মতন দেখতে
অনেকটা এই গাছকে।


এই গাছের পাতাগুলো সব উপরের দিকে থাকে।
দূর থেকে এই গাছকে দেখতে ঠিক একটা ছাতার
মতন।এক জায়গায় অনেকগুলো এই গাছ জন্মায়।
মাটির তলায় বহুদূর পর্যন্ত এই গাছের শিকড় চলে
যায়।প্রচুর পরিমাণে এই গাছ জল শোষণ করে।
এরা গ্রীষ্মমন্ডলে জন্মায়।প্রচন্ড উত্তাপ সহ্য করতে
পারে। এই গাছকে বর্ষণ বৃক্ষ বলার কারণ এই গাছের
পাতা এবং কান্ড থেকে সুস্বাদু বৃষ্টির ধারার মতন
জল ঝরে পড়ে।

সূর্যের উত্তাপ যতো বেশি হয় ততো
বেশি এই গাছ থেকে বৃষ্টির জল ঝরে পড়ে। আফ্রিকার
জঙ্গলেও এই গাছ জন্মায়।পথিকরা যখন আমাজন
জঙ্গলে বা আফ্রিকার জঙ্গলে জল পিপাসার কাতর হয় তখন তারা এই গাছের ছাল কিছুটা কেটে দেয়। সঙ্গে সঙ্গে ঠান্ডা এবং সু-স্বাদু জল বেড়িয়ে আসে।পথিকের কাছে মনে হবে তারা যেন কোন নামী কোম্পানির ঠান্ডা পানীয় পান করছে। এই গাছ প্রায় পঞ্চাশ বছর বাঁচে।
কান্ড বেশ নরম। এই গাছের ফল ভেড়া, ছাগল,
গরুর অত্যন্ত প্রিয় খাদ্য। এই গাছের ফলের বীজ
থেকেই নতুন গাছ জন্মায়। 

Comments :0

Login to leave a comment