Ganashakti Board

রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হল গণশক্তি বোর্ড

কলকাতা

হালতুর রামলাল বাজাার এলাকায় পুড়িয়ে দেওয়া ‘গণশক্তি’ বোর্ড

রাতের অন্ধকারে হালতুতে পুড়িয়ে দেওয়া হলো গণশক্তি বোর্ড। সোমবার সকালে দেখা যায় রামলাল বাজার এলাকার প্রসন্ন দাস রোডের গণশক্তি বোর্ড পুড়িয়ে দেওয়া হয়েছে। কে বা কারা করেছে তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় সিপিআই(এম) নেতৃত্বের অনুমান এই কাজ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। 
নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে ওই বোর্ড চালু করা হবে।

Comments :0

Login to leave a comment