accident

জয়পুরে গ্যাস লিক, তারপর বিস্ফোরণে হত ৯

জাতীয়

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শুক্রবার সকালে জয়পুর-আজমেঢ় হাইওয়েতে একটি গ্যাস ট্যাঙ্কার ও একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের কয়েক মিনিটের মধ্যেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
ফুটেজে দেখা গেছে, সম্ভবত জাতীয় সড়কের কাছে একটি আবাসনে আগুন লেগে গেছে। অন্যান্য ফুটেজে একটি রাস্তায় ধোঁয়া ভরে যেতে দেখা গেছে। বিস্ফোরণ হতেও দেখা যায়।
সংঘর্ষের ফলে তৈরি আগুন, যা এখন পর্যন্ত নয়জনের প্রাণহানি করেছে, আকাশে ঘন কালো ধোঁয়ায় ভরে গেছে এবং প্রায় এক কিলোমিটার দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। দুর্ঘটনার কারণে জাতীয় সড়কের প্রায় ৩০০ মিটার দীর্ঘ অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।
আগুনে অন্তত ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায়। 
এদিকে, দুর্ঘটনার সময় গ্যাস ট্যাংকারের পেছনে থাকা বাসের যাত্রীদের বিস্তারিত জানার চেষ্টা চলছে। জাতীয় সড়কের পাশের একটি আবাসনেও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসার এসএমএস হাসপাতালে যান। খিমসার সাংবাদিকদের বলেন, হাসপাতালে আনা আহতদের প্রায় অর্ধেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাস্থল থেকে এসএমএস হাসপাতাল পর্যন্ত ‘গ্রিন করিডর’ স্থাপন করা হয়েছে।

Comments :0

Login to leave a comment