LONDON MARATHON

লন্ডন ম্যারাথনে জয়ী সিফান, কিপটাম

খেলা

LONDON MARATHON লন্ডন ম্যারাথনে সিফান হাসান।

লন্ডন ম্যারাথনে মহিলাদের দৌড়ে জয়ী হলেন সিফান হাসান। পুরুষদের দৌড়ে জয়ী কেলভিন কিপটাম। সুইৎজারল্যান্ডের মারশেল হাগ লন্ডন ম্যারাথনের হুইলচেয়ার রেসে পরপর তিনবার জয়ী হলেন। 

নেদারল্যান্ডসের সিফান হাসান সময় নেন ২ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড। অলিম্পিকে মহিলাদের পাঁচ এবং দশ হাজার মিটারে জয়ী তিনি। পেশিতে টান ধরায় দু’বার তাঁকে থেমে যেতে হয়েছে। তবু হাল ছাড়েননি তিনি।

কেনিয়ার কিপটাম নিয়েছেন ২ ঘন্টা ১ মিনিট ২৫ সেকেন্ড। কিপটাম ভেঙে দিয়েছেন লন্ডন ম্যারাথনে তাঁর দেশেরই এলুইড কিপচোগির রেকর্ড। তবে কিপচোগির বিশ্বরেকর্ডের চেয়ে ১৬ সেকেন্ড পিছনে রয়েছেন তিনি। 

ব্রিটেনের মে ফারাহ লন্ডন ম্যারাথনে নবম হয়েছেন। তিনি জানিয়েছেন তাড়াতাড়িই ঘোষণা করতে পারেন অবসরের সিদ্ধান্ত। 

পুরুষদের দৌড়ে ইথিওপিয়ার আলেমু মেগের্তু, তৃতীয় কেনিয়ার পেরেজ জেপচিরচির। এর আগে অলিম্পিকে চ্যাম্পিয়ন ছিলেন জেপচিরচির। 

এই ম্যারাথনে লন্ডনে টেমস নদীর ধার দিয়ে ৪২.১৯৫ কিলোমিটার দৌড়তে হয় অ্যাথলিটদের।

Comments :0

Login to leave a comment