Heat wave in South Bengal

আগামী এক সপ্তাহ থাকবে গরম, জেলায় জেলায় তাপ প্রবাহের সতর্কতা

কলকাতা

৮ জুন পর্যন্ত গরম কমার কোনও আশা নেই দক্ষিণবঙ্গে। এমনকি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলা গুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আপাতত বৃ্ষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার বা রবিবার বিকেলের পর জেলাগুলিত বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে তা দাবদাহ থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়। বৃহষ্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশী। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাও স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশী। সঙ্গে ছিল আপেক্ষিক আদ্রতা। 


শুক্রবার সকালের দিকে রোদ উঠলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা করে আসে। কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়। কিন্তু গরমের কারণে তীব্র অস্বস্তি বজায় ছিল। এদিকে আরব সাগরে গভির নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার প্রভাবে ৭ জুন একটি ঘুর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। মোটের অপরে এক সপ্তাহে যে চিত্র প্রকাশ্যে এসেছে তাতে আপাতত গরম কমার কোনও সম্ভবনা নেই উল্টে বাড়তে পারে। উল্টে জেলায় জেলায় তাপপ্রবাহের সম্ভবনা রয়েছে।

Comments :0

Login to leave a comment