Hemant Soren

আস্থা ভোটে জয়ী হেমন্ত সোরেন

জাতীয়

সোমবার ঝাড়খণ্ড বিধানসভাতে আস্থা ভোটেও অটুট আস্থা অর্জন করলেন হেমন্ত সোরেন। বিরোধীদের হৈ-হট্টগোল, ওয়াকআউটের মধ্যেও আস্থা ভোটে জিতে করলেন মন্ত্রিসভার সম্প্রসারণও। ঝাড়খণ্ড বিধানসভায় ৮১ জন সদস্য। এদিন ৪৫ জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের ত্রয়োদশতম মুখ্যমন্ত্রী হিসাবে সেদিন শপথ নেন হেমন্ত সোরেন। রাঁচিতে রাজভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণাণ। গত বৃহস্পতিবার ঝাড়খণ্ডের ত্রয়োদশতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন হেমন্ত সোরেন।
গত ২৮জুন বিতর্কিত জমি কেলেঙ্কারি মামলায় প্রায় পাঁচ মাস জেলে থাকার পর ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করে। কিন্তু এই দীর্ঘ মেয়াদে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেমন্ত সোরেনের বিরুদ্ধে আদালতে কোনও প্রমাণ পেশ করতে পারেনি।
গত ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে হেমন্ত সোরেন পদত্যাগ করেন।
জমি মামলায় ইডি’র বিতর্কিতভাবে গ্রেপ্তারের আবহে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে হেমন্ত সোরেন পদত্যাগ করেন। এর পর জেএমএম’র প্রবীণ নেতা চম্পাই সোরেন (৬৭)’কে মুখ্যমন্ত্রী করা হয়। গত বুধবার মুখ্যমন্ত্রীর পদ থেকে চম্পাই সোরেন পদত্যাগ করেন। রাঁচিতে রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণাণের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রবীণ নেতা। 
এদিন রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। 

এদিন আস্থা ভোটে জিতেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে হেমন্ত সোরেন বলেন, ‘‘আগামী বিধানসভায় বিজেপি তাদের জয়ী আসনের অর্ধেকও ধরে রাখতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।’’ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘গণতন্ত্রের প্রাণ হল জনগণের কন্ঠ। যে স্বৈরাচারী শাসক এই কন্ঠকে দমানোর চেষ্টা করবে সে ব্যর্থ হবে’’।

Comments :0

Login to leave a comment