ICHCHE — MANISH DEB | ETI — TOMAR MINI — NATUNPATA | 11 MAY 2024

ইচ্ছে — মনীষ দেব | ইতি — তোমার মিনি — নতুনপাতা | ১১ মে ২০২৪

ছোটদের বিভাগ

ICHCHE   MANISH DEB  ETI  TOMAR MINI  NATUNPATA  11 MAY 2024

ইচ্ছে 

ইতি — তোমার মিনি
মনীষ দেব

নতুনপাতা

কোথাও আমার হারিয়ে যাওয়ার সেই মানা মনে মনে ....

ছক কাটা ঘরে বন্দী জীবন। নেই প্রজাপতির রঙীন ডানা মেলা।
পরীরা আর ডানা মেলে তো? ঘুমের দেশে রূপকথারা স্বপ্নের মাঝে উকি মারে তো? গানের সুরে আর ডানা মেলে না সময়।

রবিঠাকুর,
    দক্ষিণের বারান্দার রেলিং ছুঁয়ে — ব্রহ্মদত্যিরা আসে? যদি বহ্মদত্যিরা নাই আসে। তবে কোথায় হারিয়ে যাবে — তোমার মিনি? 
— কাবুলিওয়ালার দেশে?
    কাবুলিওয়ালার দেশও নাকি অবরুদ্ধ — তালিবানী জিহাদে। 
    তবে কী — মনিপুর নিবাসী 'চিত্রাঙ্গদা'র দেশে?
— না  — না  — না  — 
    চিত্রাঙ্গদা চিৎকার করে গাইছে — 
    সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান। সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ — আ! আহা! 
           মুক্ত করো ভয় .... 
    ভয় — ভয় — ভয় — 
    শুধু ভয়!
    তোমার, মিনি কি করবে — রবিঠাকুর? 
          ইতি — 
            তোমার মিনি।

Comments :0

Login to leave a comment