জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ানস পাওয়ার প্লে’তে ৫৩ রান তুলে নেয়। ইয়াস্তিকা ভাটিয়া এবং হেইলি ম্যাথিউজ ঝোড়ো ব্যাটিং করেন। ম্যাথিউজ ২৪ এবং ইয়াস্তিকা ৩০ রানের ইনিংস খেলেন। যদিও এরপর দ্রুত চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল মুম্বাইয়ের দল। কিন্তু কঠিন পরিস্থিতিতে হাল ধরেন সেই অ্যামেলিয়া কের। ২৭ বলে ৩১ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি।
বেঙ্গালুরুর হয়ে এদিন কনিকা আহুজা ২টি এবং মেগান শ্যুট, শ্রেয়াঙ্কা পাটিল, এলিসি পেরি ও শোভনা আশা ১টি করে উইকেট নেন। ব্যাট এবং বল হাতে অনবদ্য পারফর্মেন্সের জন্য প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন অ্যামেলিয়া কের।
Comments :0