প্রথমে বাঁশ ও গাছের ডাল কেটে সাপটাকে নিচে নামানো হয়। এরপর উদ্ধার করলে কিছুটা হলেও আতঙ্ক মুক্ত হয়। এই বিষয় পরিবেশ প্রেমী সংগঠনের তরফে বলা হয়েছে আপাতত সুস্থ রয়েছে এই পাইথনটি। তাকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। তবে এই এলাকায় এই ধরনের পাইথন কি কারণে আসলো তা এখন দেখার বিষয়।
Jalpaiguri
সাত ফুট উচ্চতার পাইথন উদ্ধার জলপাইগুড়িতে
×
Comments :0