Jalpaiguri

সাত ফুট উচ্চতার পাইথন উদ্ধার জলপাইগুড়িতে

জেলা

জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুর পাড়া এলাকা থেকে উদ্ধার প্রায় সাত ফুট উচ্চতার একটি পাইথন। এদিন সকালে বাঁশের মাথায় একটি বিশাল আকৃতির পাইথন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। সেই পাইথনকে দেখে গোটা এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়। এরপর খবর দেওয়া হয় একটি পরিবেশ প্রেমী সংগঠনকে। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস ও ক্রীড়া সম্পাদক বিবেক ঝা আসেন ঘটনাস্থলে। পরিবেশ কর্মীরা এসে পাইথন টিকে উদ্ধার করেন। 

প্রথমে বাঁশ ও গাছের ডাল কেটে সাপটাকে নিচে নামানো হয়। এরপর উদ্ধার করলে কিছুটা হলেও আতঙ্ক মুক্ত হয়। এই বিষয় পরিবেশ প্রেমী সংগঠনের তরফে বলা হয়েছে আপাতত সুস্থ রয়েছে এই পাইথনটি। তাকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। তবে এই এলাকায় এই ধরনের পাইথন কি কারণে আসলো তা এখন দেখার বিষয়।

Comments :0

Login to leave a comment