ত্রিপুরার ব্যবসায়ীকে 'অপহরণ, ২ কোটির উপর মুক্তিপণ দাবি', CID র হাতে মূলচক্রী তৃণমূল কাউন্সিলর। অপহরণের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর। বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে বিরাট অঙ্কের মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, ত্রিপুরার ওই ব্যবসায়ীর অপহরণের ঘটনায় মূলচক্রী হিসেবে এফআইআর-এ নাম ছিল তৃণমূল কাউন্সিলরের। ঘটনার পর থেকেই এলাকা থেকে চম্পট দিয়েছিলেন তিনি। ১৯ তারিখ রাতে কাউন্সিলর মিলন সর্দারের এলাকায় ফিরলেই খবর পেয়ে যান সিআইডি কর্তারা ৷ তারপরই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা।
এই নিয়ে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে জিগ্যেস করা হলে, তিনি বলেন, ওই কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে । মিলন সর্দার এখন তৃণমূলের কেউ নন।
Comments :0