KANIMOJHI ELECTION

৩৯ আসনেই ‘ইন্ডিয়া’, দাবি কানিমোঝির

জাতীয় লোকসভা ২০২৪

তামিলনাডুতে বিজেপি কোনও আসন জিতবে না। ‘ইন্ডিয়া’ জয়ী হবে লোকসভার ৩৯ আসনেই। শুক্রবার নিজের ভোট দিয়ে এমনই দাবি জানাচ্ছেন ডিএমকে নেত্রী কানিমোঝি। 
কানিমোঝি নিজে থোথুকুড়ি লোকসভা কেন্দ্রে প্রার্থী। চেন্নাইয়ে ভোট দিয়ে তিনি বলেছেন, ‘‘ডিএমকে ‘ইন্ডিয়া’-র অংশ। তামিলনাডুতে সব আসনেই জিতব আমরা।’’
তামিলনাডুতে আসন জয়ের জন্য বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিয়া চেষ্টা চালিয়েছেন। সরাসরি সাম্প্রদায়িক প্রচারও করেছেন মোদী। রাজ্যে সরকারে আসীন ডিএমকে। বিজেপি’র সঙ্গে এবার এডিএমকে’র জোট হয়নি। 
২০১৯ সালে কানিমোঝি প্রায় সাড়ে ৩ লক্ষ ভোটে জয়ী হয়ছিলেন। 
তামিলনাডুর সব কেন্দ্রে একদিনেই হচ্ছে ভোট। সালেমে ভোট দিতে এসে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশন মৃত্যুর কারণ জানতে চেয়েছে।

Comments :0

Login to leave a comment