রবিবার বিহারের রাজগিরে হকি এশিয়া কাপের মেগা ফাইনাল। মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ কোরিয়া। গত শনিবার মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। চীনের বিরুদ্ধে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। তাই এই মেগা ফাইনাল টক্করের হতে চলেছে । এই ম্যাচে ভারতের রাইট ব্যাক জার্মানপ্রীত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। চীনের বিরুদ্ধে সেমিতেও কোচ ক্রেগ ফুল্টন জার্মানপ্রীতকে খেলিয়েছিলেন যুগরাজ সিংয়ের জায়গায়। জার্মানপ্রীত ডান দিকের উইংটিকে সচল রাখছিলেন। বাড়াচ্ছিলেন বেশ কিছু লং এবং গড়ানে সেন্টার পাস। স্ট্রাইকারে শৈলেন্দ্র লাকরা গোল করছিলেন। এই পরিকল্পনাতেই কোরিয়া বধ করতে চান ভারতের কোচ ক্রেগ ফুল্টন। তবে কোরিয়া আবার এই প্রতিযোগিতায় সর্বাধিক ৫বারের চ্যাম্পিয়ন দল। ফলে তারাও মরিয়া হয়ে থাকবে ষষ্ঠ খেতাবের জন্য। শনিবার কোরিয়ান জেহুন কিমের সৌজন্যেই মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল কোরিয়া । ৩৭বছরের এই খেলোয়াড় আদতে ডিফেন্ডার। তার দুর্দান্ত রক্ষণভাগের শৈলীর জন্যই মালয়েশিয়াকে হারাতে পেরেছিল কোরিয়া। চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে ভারত ২২বারের মুখোমুখি সাক্ষাতে ১০বার জিতেছে ভারত। মাত্র ২টি হেরেছে ভারত ও বাকি ১০টি ড্র হয়েছে। ২০২১ সালে সুলতান আজলান শাহ কাপের ফাইনালে টাইব্রেকারে চীন হারিয়েছিল ভারতকে। এবার তাদেরকে হারিয়েই চতুর্থবারের খেতাব জিততে মরিয়া থাকবে ভারত।
AHF Men's Asia Cup 2025
চতুর্থ খেতাবের লক্ষ্যে ফাইনালে কোরিয়ার মুখোমুখি ভারত

×
মন্তব্যসমূহ :0