দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে প্রথম ইনিংসে ভারতের রান ২৪৯ । ৯ উইকেট হারিয়ে ২৪৯ করেছে ভারত। কিউই বোলারদের দাপটে টিকতেই পারেননি রোহিত , বিরাটরা। রোহিত ১৫ , বিরাট ১১ এবং গিল মাত্র ২ রান করে আউট হন। ভারতের হয়ে সর্বাধিক ৭৯ করেন শ্রেয়াস আইয়ার। এছাড়াও হার্দিক করেন ৪৫ এবং অক্ষর প্যাটেল করেন ৪২ রান। ম্যাট হেনরি মোট ৪টি উইকেট নেন। রচীন রবীন্দ্র মিচেল স্যান্টনাররা নেন একটি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে জয় পেল ভারত । বরুণ চক্রবর্তীর দুরন্ত ৫ উইকেটের উপর ভর করেই জয় আসলো ভারতের। হার্দিক, অক্ষর ও কুলদীপও পেলেন উইকেট। নিউজিল্যান্ডকে হারিয়ে আগামী ৪ মার্চ অজিদের সামনে ভারত ।
মন্তব্যসমূহ :0