Left Front

ত্রাণবাহী ফ্লোটিলা'র উপর আক্রমণ ইজরায়েলের, প্রতিবাদে ফের পথে বামপন্থী দল সমূহ

রাজ্য কলকাতা

দু বছর ধরে ধ্বংসলীলা চালাচ্ছে জায়নবাদী ইজরায়েল। গোটা গাজার জনপদ ধ্বংসের মুখে। একদিকে মহামারি, অপুষ্টি অন্যদিকে মুহুর্মুহ বোমাবর্ষণ। প্রতিবাদ হচ্ছে সর্বত্র। একাধিক বার পথে নেমেছে সিপিআই(এম) সহ বিভিন্ন বামপন্থী দল ও গণ সংগঠন গুলি। ফের পথে নামছে তারা।

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর 'ফ্লোটিলা'র উপর ইজরায়েলী আক্রমণ, আটক ও গ্রেপ্তারের বিরুদ্ধে, গ্রেটা থুনবার্গ সহ আন্তর্জাতিক পরিবেশবিদ, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কর্মীদের অবিলম্বে মুক্তির দাবীতে, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবীতে, মার্কিন মদতপুষ্ট যুদ্ধবাজ ইজরায়েলকে তীব্র ধিক্কার জানিয়ে কলকাতায় ফের পথে নামছে রাজ্যের বামপন্থী দল সমূহ। শনিবার বিকেল ৪টে সময় রবীন্দ্র সদন থেকে শুরু হবে এই মিছিল। ধর্মতলার লেনিনমূর্তি সামনে এসে শেষ হবে এই মিছিল।

প্রসঙ্গত, নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েছেন নেতানিয়াহু। রাষ্ট্রসঙ্ঘে নেতানিয়াহুর ভাষণের সময় হল ছেড়ে বেরিয়ে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যার ফলে স্পষ্ট নেতানিয়াহু এবং ইজরায়েল-মার্কিন নীতিতে ক্ষোভ তৈরী হয়েছে সব দেশের মধ্যেই।

Comments :0

Login to leave a comment