চব্বিশ ঘন্টায় প্যালেস্তাইনের ৩২ নাগরিককে হত্যা করল ইজরায়েল। ফের বসত এলাকায় বোমা ফেলেছে ইজরায়েল। তার মধ্যে রয়েছে দু’টি স্কুলবাড়ি, যেখানে আশ্রয় নিয়ে ছিলেন ঘর হারানো বহু মানুষ।
প্যালেস্তাইন জানিয়েছে ইজরায়েলের লাগাতার হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লক্ষের অঙ্ক।
বৃহস্পতিবার ইজরায়েলের হামলার নিন্দা জানিয়ে গাজার প্রশাসন বলেছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। উদ্ধারকারীরা কাছে পৌঁছাতে পারছেন না।
সংবাদমাধ্যমে গাজার আক্রান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে নিহতদের মধ্যে রয়েছে শিশুরা।
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ প্যালেস্তাইনে ইজরায়েলের দখলদারির অংশ হিসেবে বসতি তৈরির কার্যক্রমের সমালোচনা করেছে। গাজায় হামলা চলছে। প্যালেস্তাইনের অপর অংশ ওয়েস্ট ব্যাঙ্কে নিজেদের লোক ঢুকিয়ে উত্তেজনা তৈরি করছে ইজরায়েল। উত্তেজনা থামানোর নামে ঢুকে পড়ছে ইজরায়েলের সেনা। হত্যা করছে নিরীহ মানুষকে। বহু প্যালেস্তেনীয়কে বন্দি করছে ইজরায়েল।
মধ্য প্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রসঙ্ঘের সহকারী মহাসচিব খালিদ খায়রি নিরাপত্তা পরিষদে বলেছেন, ‘‘ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের দখলদারিতে থাকা এলাকার আশেপাশে লাগাতার অবৈধ বসতি তৈরি করছে ইজরায়েল। পূর্ব জেরুজালেমেও চলছে দখলদারি।’’ তিনি বলেছেন, ‘‘গাজায় যুদ্ধবিরতি বহু দিন আগে হওয়ার কথা থাকলেও ইজরায়েলের জন্যই তা হচ্ছে না।’’
GAZA ATTACK
চব্বিশ ঘন্টায় প্যালেস্তাইনের ৩২ নাগরিককে হত্যা ইজরায়েলের
×
Comments :0