Budget 2025-26

বাজেটেই স্পষ্ট, দেশ বেচে দিচ্ছে বিজেপি: মীনাক্ষী

রাজ্য জেলা

দেশ বেচে দিচ্ছে বিজেপির সরকার। সেই কথাই স্পষ্ট বাজেটে। আর তৃণমূলের সরকার হাসপাতালের মর্গের মৃতদেহও বিক্রি করে দিচ্ছে। এর বিরুদ্ধে লড়াইয়ের রাস্তায় যুবরা। সাহস নিয়েই লড়াই হবে। সব মানুষকে একজোট করতে হবে। ভগবানগোলায় ডিওয়াইএফআই’র সমাবেশ থেকে এই আহ্বান জানালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, বিজেপি চিৎকার করে বলছে যে মধ্যবিত্তের বাজেট। কিন্তু দেশের মানুষে আয় কমছে। কজনের আয় মাসে এক লক্ষ টাকা ? চাল, ডাল, বাসের ভাড়া কমছে না কেন ?
শনিবার ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির রক্তদান শিবিরের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ হয় ভগবানগোলা রেজিস্ট্রি অফিসের পাশের মাঠে এই সমাবেশ থেকে।
সমাবেশে মীনাক্ষী মুখার্জি বলেন, “ জাল অষুধের প্রকোপ থেকে, জিনিস পত্রের দাম বৃদ্ধির প্রকোপ থেকে কেউ বাঁচতে পারবে না। এর বিরোধিতা সকলকে ঐক্যবদ্ধ ভাবে করতে হবে। প্রতিবাদে সকলকে সরব হতে হবে। লড়াই করতে হবে”। তিনি বলেন, “ এদিন যে বাজেট নির্মলা সীতারমণ পেশ করেছেন সেই বাজেটে ক্ষুদ্র , মাঝারি শিল্পের স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। ছোট মাঝারি শিল্প আর হবে না। শুধুই আম্বানি আদানীরা ব্যবসা করবে”। তিনি বলেছেন, “বীমায় একশো শতাংশ এফডিআই করা হচ্ছে। আক্রান্ত বীমা শিল্প”। পশ্চিমবঙ্গের তৃণমূল বাজেট নিয়ে চুপ। সরব বামপন্থীরা। দুর্নীতির পক্ষে এক জোট তৃণমূল, বিজেপি, সিন্ডিকেট রাজের মাথারা। পালটা  আক্রমণ হবে জেনেই রাস্তায় থাকবে ডিওয়াইএফআই। লড়াইয়ে সামনের সারিতে ডিওয়াইএফআই”। 
এদিন সমাবেশে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই নেতা সন্দীপন দাস, সৈয়দ নুরুল হাসান, আনোয়ার সাদাত । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মীনাক্ষী মুখার্জি, “ এই বাজেটে বেকারদের কোন যায়গা নেই। গরীব মানুষের কোন যায়গা নেই। বাবার সম্পত্তি ভেবে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে”।

Comments :0

Login to leave a comment