JANA AJANA — TAPAN KUMAR BIRAGYA / NATUNPATA - 13 October

জানা অজানা — নীল তিমি / নতুনপাতা

ছোটদের বিভাগ

JANA AJANA  TAPAN KUMAR BIRAGYA  NATUNPATA - 13 October

জানা অজানা / নতুনপাতা

পৃথিবীর সবচেয়ে বৃহৎ প্রাণী
তপন কুমার বৈরাগ্য

পৃথিবীর বৃহৎ প্রাণী নীল তিমি।একজন পূর্ণ বয়স্ক
তিমির ওজন পঁচিশ হাজার কিলোগ্রাম থেকে
ত্রিশ হাজার কিলোগ্রাম পর্যন্ত হতে পারে।দৈর্ঘ্য
প্রায় একশো ফুট পর্যন্ত হতে পারে। এরা সামুদ্রিক
স্তন্যপায়ী প্রাণী।পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
নীল তিমি দেখা যায়।এরা আশি থেকে নব্বই
বছর বাঁচে।একটা নীল তিমির ওজন প্রায়
দুই হাজার মানুষের ওজনের সমান।তিরিশটা
হাতির সমান ।নীল তিমি যখন পরস্পরের সাথে যোগাযোগ করে তখন তাদের গলা থেকে জেট
বিমানের আওয়াজের চেয়েও জোরালো
আওয়াজ তাদের কন্ঠ থেকে বেড়িয়ে আসে।
যে আওয়াজ দু তিন কিমি দূরে থেকেও শোনা যায়।


ভাবলে অবাক হতে হয় সদ্যজাতএকটা বাচ্চা
তেইশ ফুট লম্বা হয়। তখন তার ওজন 
হয় ৪৪০০পাউন্ড। পূর্ণ বয়স্ক নীল তিমির গায়ের
রঙ নীল ধূসর রঙের।পেটের দিকটা হলুদ।
এতো বিরাটাকার প্রাণী হলেও এরা কিন্তু হিংস্র
নয়।এরা মানুষ খায় না।আরো অবাক হতে হয়
যখন এদের খাদ্যাভাস সম্পর্কে জানতে পারি।
এরা বৃহদাকার কোনো প্রাণী ভক্ষণ করে না।
কাঁকড়া,গলদা চিংড়ি, ক্রিল জাতীয় ছোটো ছোটো
প্রাণী এরা ভক্ষণ করে। পৃথিবীর বৃহৎ প্রাণী ক্ষুদ্র
ক্ষুদ্র প্রাণী খেয়ে কি ভাবে বেঁচে থাকে? আসলে
এক একটা নীল তিমি প্রতিদিন তিন থেকে 
চারহাজার কেজি খাদ্য খায়। এদের মাতৃদুগ্ধে
প্রচুর পরিমাণে চর্বি থাকে। সেই চর্বি জাতীয়
দুধ এদের বাচ্চারা সাত আট মাস পান করে।

Comments :0

Login to leave a comment