Health Camp

স্বাস্থ্য শিবির শ্রমজীবী ক্যান্টিন প্রাঙ্গণে

কলকাতা

যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন প্রাঙ্গণে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা এবং মানসিক স্বাস্থ্য শিবির।

রবিবার সকালে যাদবপুর-৯৬ নম্বর ওয়ার্ডের সমস্ত বামপন্থী গণ সংগঠনের উদ্যোগে যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন প্রাঙ্গণে রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা এবং মানসিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সেই সঙ্গে মরণোত্তর চক্ষুদান, অঙ্গপ্রত্যঙ্গ দান এবং দেহদানের অঙ্গীকার নিয়ে অভিনব কর্মসূচি হয়েছে। আর এই উদ্যোগের লাগাতার প্রচার চলেছিল বিগত বেশ কয়েকদিন ধরে।
এদিন মোট ৬১ জন এই শিবিরে রক্ত দেন। সেইসঙ্গে, এলাকার বহু মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন। 
এই শিবিরে অংশ নেন ডাঃ সুবর্ণ গোস্বামী, ডাঃ তমোনাশ চৌধুরী, ডাঃ গোপাল দাস, এভারেস্ট জয়ী পর্বতারোহী পিয়ালি বসাক, অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস এবং নাট্যব্যক্তিত্ব মৃণালকান্তি দাস।
ছিলেন ডিওয়াইএফআই কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মান্ডবী ভট্টাচার্য, এসএফআই কলকাতা জেলার সম্পাদক দীধিতি রায়, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সদস্য দীপু দাস এবং কলকাতা জেলার সভানেত্রী পারমিতা সেন সহ এলাকার বামপন্থী আন্দোলনের নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment