PROTEST SALIM FALSE CASE

স্লোগান তুললেও জেল, পুলিশের মিথ্যাচারে ক্ষোভ সেলিমের

রাজ্য কলকাতা

‘‘আমাদের রাজ্যে, কলকাতা শহরে, স্লোগান তুললেও জেল। মিথ্যা মামলা, অসংখ্য ধারা।’’ পুজোর মধ্যে আর জি কর কাণ্ডে প্রতিবাদীদের গ্রেপ্তারি প্রসঙ্গে এই মন্তব্য করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তিনি বলেন, ‘‘আমরা দাবি করছি সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পুলিশকে দলদাসের ভূমিকা ছাড়তে হবে।’’
শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘এমন আমরা মধ্য প্রদেশে, উত্তর প্রদেশে, জম্মু ও কাশ্মীরে, ত্রিপুরায় দেখেছি। মহারাষ্ট্র, আসামেও দেখছি। গুজরাটে তা দেখে এসেছি। প্রতিবাদ করলেই মিথ্যা মামলায় ফাঁসাতে হবে। ’’

(দেখুন ভিডিও এই লিঙ্কে ক্লিক করে)
প্রতিবাদীদের আটক করা হয় দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপের সামনে থেকে। অনশনরত চিকিৎসকদের পক্ষে বক্তব্য জানাচ্ছিলেন তাঁরা। এই মামলা এখন কলকাতা হাইকোর্ট বিবেচনায় নিয়েছে।  
সেলিম সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করেন। আর জি কর মামলাতেই শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেলিম বলেন, ‘‘প্রধান বিচারপতি বলেছেন যে আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। আন্দোলন করলে কেউ হস্তক্ষেপ করবে না।’’তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের অসংখ্য রায় রয়েছে যেখানে জামিন স্বাভাবিক বলা হয়েছে, জেল ব্যতিক্রমী। অথচ কলকাতায় দেখলাম এমনভাবে দেখানো হচ্ছে প্রতিবাদীদের যেন দাঙ্গা করতে গিয়েছিল, পদপিষ্ট করতে গিয়েছিল।  ওই এলাকাতেই কয়েকবছর আগে প্রতিমা দেখতে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা দেখা গিয়েছিল। তখন কারও বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি।’’ 
সেলিম বলেন, ‘‘উৎসব এবং প্রতিবাদের মধ্যে কোনও বিরোধ নেই। এটাই গণতন্ত্র। প্রতিবাদও গণতান্ত্রিক অধিকার।’’ 
সেলিম বলেন, খুন ধর্ষণের পর যেমন সাক্ষ্য প্রমাণ লোপাট করেছে, মিথ্যাচার করেছে পুলিশ, আজও সেই মিথ্যাচার করে যাচ্ছে। এখন ডিপি-তে ‘সত্যমেব জয়তে’ লিখছে!
প্রতিবাদকে বদনাম করতে সর্বদা সচেষ্ট পুলিশ। সমর্থকরা, মহিলা-ছাত্র-যুব সকলকে মিথ্যা মামলা। আর যারা হামলা করল আর জি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। মাথা ফাটিয়ে দিয়েছে যারা তাদের নামে এফআইআর করা হলেও ব্যবস্থা নেওয়া হলো না। আরেকদিকে ম্যাটাডোরে প্রচার করা হয়েছে সেই গাড়ির চালকের নামে মামলা করা হচ্ছে। ঠিক একইভাবে আর জি কর হাসপাতালে এসএফআই, ডিওয়াইএফআই যে অবস্থান করেছিল তার ডেকরেটর, মাইকম্যানকে ডেকে নোটিস দিয়েছিল।

সেলিম বলেছেন সরকারি চিকিৎসক থেকে জুনিয়র ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন প্রতিবাদে শামিল হচ্ছে। প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়বে। 

Comments :0

Login to leave a comment