ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা। এই বৈঠক যদিও হওয়ার সম্ভাবনা তৃতীয় দেশের মাটিতে।
বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা সোমবার জানা গিয়েছে ভারতের বিদেশমন্ত্রকের সূত্র থেকে। সামনের সপ্তাহে ওমানের মাসকটে ভারত মহাসাগরীয় দেশগুলির সম্মেলনের। তার ফাঁকেই কথা বলে নিতে পারেন বিদেশমন্ত্রী এবং বিদেশ উপদেষ্টা।
ফেব্রুয়ারির ১৬-১৭ মাসকটে ভারত মহাসাগরীয় দেশগুলির অষ্টম সম্মেলন। নয়াদিল্লি ভিত্তিক একটি গবেষণা সংস্থা এই সম্মেলনের আয়োজক। ওমানের বিদেশ মন্ত্রক এই সম্মেলনের সহ আয়োজকও।
এর আগে ডিসেম্বরে বিদেশসচিব বিক্রম মিস্রির সঙ্গে বৈঠক হয়েছিল বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসিমউদ্দিনের। ঢাকা সফরে গিয়ে মিস্রি দেখা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গেও। কিন্তু সম্প্রতি সমস্যা ফের মাথাচাড়া দিয়েছে।
বাংলাদেশে তোলপাড়ের জেরে গত বছরের ৫ আগস্ট দিল্লিতে আশ্রয় নেন পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তী সরকার হলেও নির্বাচন হয়নি। বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক স্তরে চিঠি দিয়েছে ভারতকে। গত সপ্তাহেই ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ভবন ভাঙচুর করে ভেঙে দেয় উন্মত্ত বাহিনী। সরকার কোনও বাহিনী না পাঠানোয় সমালোচনার মুখে পড়ে।
ভারত ঘটনার সমালোচনা করে। সে সময় ইউনুস প্রশাসন বলে যে ভারত থেকে হাসিনা যে বক্তব্য রাখছেন তাতেই উত্তেজনা তৈরি হচ্ছে বাংলাদেশে। এর মধ্যে দু’দেশই কূটনৈতিক স্তরে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।
Jaishankar Bangladesh
বাংলাদেশের বিদেশ উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে পারেন জয়শঙ্কর
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24034/67aa1e38d23e1_Jaisankar.jpg)
×
Comments :0