Karim Benzema

বেঞ্জেমাকে ফেরানো হতে পারে

খেলা

Karim Benzema

সতর্ক। কিছুটা চাপেও বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গত ম্যাচে তিউনিশিয়ার কাছে হেরে মনোবলে ধাক্কা লেগেছিল লা ব্লুজদের। তবে অতীত ভুলে সামনের দিকে চোখ। শেষ ষোলোয় নতুনভাবে শুরু করতে চাইছে কিলিয়ান এমবাপ্পে-গ্রিজম্যানরা। তার আগে ফ্রান্স শিবিরে সুখবর। চোট পুরোপুরি সেরে গিয়েছে করিম বেঞ্জেমার। ক্লাবের হয়ে অনুশীলন করেছেন সতীর্থদের সঙ্গে। বিশ্বকাপে ফ্রান্স টিকে থাকলে, তিনি ফের বিশ্বকাপের দলে ফিরতে পারেন। বেঞ্জেমার সঙ্গে কথা হয়েছে কোচ দিদিয়ের দেঁশর। কোচের সবুজ সঙ্কেতের অপেক্ষায় এখন বেঞ্জেমা। ফিফার নিয়মেও আটকাচ্ছে না। তবে প্রথমে ফ্রান্সকে জিততে হবে পোল্যান্ডের বিরুদ্ধে। 

 


গত ইউরোতে সুইৎজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিল ফ্রান্স। শেষ ষোলোতে। দেড় বছর পর এবার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ খেলবে। পোল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ইউরোর শেষ ষোলোতে হারের প্রসঙ্গ উঠে এল। দেশঁ বলেছেন, ‘এবার আমাদের প্রতিপক্ষ আর সুইৎজারল্যান্ড নয়। এটা শেষ আটে ওঠার ম্যাচ। এবারের বিশ্বকাপে আমি একাধিক ম্যাচ দেখেছি। সব না দেখলেও, কোনও ম্যাচই সহজ নয়। 

 

 

শেষ ষোলোয় ষোলো দলই সেরা দল, তাঁরা এই জায়গাটার যোগ্য দাবিদার। আমরা উচ্চাকাঙ্ক্ষী। আমাদের লক্ষ্যে অর্জন করতে মরিয়া।’ আরও সংযোজন দেশঁর, ‘পোল্যান্ড দলে গ্লিক, মিলিক, লেওয়ানডোস্কি, গোলকিপার সেজনি মতো ফুটবলার রয়েছে। ওরা যথেষ্ট অভিজ্ঞ। আর লেওয়ানডোস্কি, ওর কাছে একটা বল যথেষ্ট গোল করতে।’

 


তিউনিশিয়ার বিরুদ্ধে একাদশে ন’টি বদল করেছিল ফ্রান্স। তবে ডেনমার্কের ম্যাচের ফুটবলারদেরই পোল্যান্ড ম্যাচে খেলার কথা। সুতরাং শুরু থেকেই খেলবেন চলতি বিশ্বকাপে তিন গোল করা এমবাপ্পে। নামবেন আন্তোয়ান গ্রিজম্যানও। এই জুটির উপর ভরসা রাখছেন দেশঁ। গ্রিজম্যান খেলার তৈরিতে বড় ভূমিকা নিচ্ছেন। নিঁখুত সেন্টার রাখছেন বিপক্ষ বক্সে। যা থেকেও গোল করেছেন এমবাপ্পে। রয়েছেন ডেম্বেলেও। যিনি যে কোনও ডিফেন্সের ত্রাস। পোল্যান্ডের রক্ষণ ফ্রান্সের এয়ীকে সামলাতে সমস্যায় পড়বে, বলাই যায়। 

 

 

রক্ষন পেরোলেও বাধা হয়ে দাঁড়াতে পারেন পোল্যান্ড গোলরক্ষক সেজনি। আক্রমণের ধারা ফ্রান্স যদি বজায় রাখতে পারে পরাস্ত হবেনই! এনগোলো কান্ত, পোগবারা না থাকলেও চুয়োমিনির নেতৃত্ব ফ্রান্সের মাঝমাঠ যথেষ্ট সক্রিয়। চুয়োমিনি সঙ্গত পাচ্ছেন র্যা্বিয়ট কাছ থেকেও। র্যা বিও শুধু মাঝমাঠের দায়িত্ব সামলাছেন তা নয়, আক্রমণের সময় উঠে যাচ্ছেন। গোল করছেন। ডিফেন্সে রাফায়েল ভারানে আসায় জমাট বেঁধেছে। উপামেকানো দারুণ নেতৃত্ব দিচ্ছেন। ফুটবলারদের কাছে এটাই আসল সময় নিজেদের সেরাটা বের করে আনার। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, জেতা ছাড়া কোনও রাস্তা নেই। সংঘবদ্ধ হয়ে ঝাঁপাতে চাইছে দু’বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। 
ম্যাচটায় মূলত নজর থাকবে রবার্ট লেওয়ানডোস্কি বনাম কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথের দিকে। বিশ্বমঞ্চে দুই তারকার কাছে একে অপরের ছাপিয়ে যাওয়ার মঞ্চ। দেশকে কোয়ার্টার ফাইনালের তোলার ব্যাটন দু’জনের কাঁধে।

Comments :0

Login to leave a comment