RANAGHAT MURDER PROTEST

জোড়া খুন, দুষ্কৃতীরাজের প্রতিবাদে মিছিল রানাঘাটে মিছিল বামফ্রন্টের

জেলা

শুক্রবার রানাঘাটে মিছিল বামফ্রন্টের। ছবি: সুভাষ রায়

উদ্ধার হয়েছিল দু’জনের দেহ। বৃহস্পতিবার রাতে রানাঘাটে জোড়া খুনের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক, ক্ষোভও। রানাঘাটের আনুলিয়ার নৃশংস খুনের প্রতিবাদে শুক্রবার মিছিল করল বামফ্রন্ট। 
বৃহস্পতিবার সন্ধ্যায় আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মনসাতলা এলাকায় দেহ দু’টি উদ্ধার হয় একটি ঘর থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছেন, মৃতদের নাম রূপক দাস (৩৪) ও সুমন চক্রবর্তী (৪০)। দু’জনেরই বাড়ি রানাঘাট শহরে। 
এদিন বামফ্রন্টের মিছিলে রাজ্যজুড়ে দুষ্কৃতীরাজের প্রতিবাদ জানানো হয়েছে। বলা হয়েছে, প্রতিদিন চলছে খুন-ধর্ষণ। আইন শৃঙ্খলা বিপর্যস্ত। বলা হয়েছে, জীবন রক্ষায় সবস্তরের মানুষের একজোট হওয়া প্রয়োজন।  
জানা গিয়েছে, সুমন চক্রবর্তীর গাড়ির চালক রূপক দাস। সুমন চক্রবর্তী পেশায় ব্যবসায়ী। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। এর পেছনে কোনও ব্যবসায়িক অথবা রাজনৈতিক যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

Comments :0

Login to leave a comment