১৫ সেপ্টেম্বর সমাবেশের সমর্থনে রবিবার আলিপুর রোডে এস এফ আই ডিওয়াইএফ আই কর্মীদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব মহম্মদ সেলিম। সকলের জন্য শিক্ষা ও কাজের মতো যুবজীবনের জ্বলন্ত দাবিতে সমাবেশ ১৫ সেপ্টেম্বর।
উদ্যোগকে অভিনন্দন জানিয়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদক সেলিম বলেছেন, মানুষের স্বার্থের লড়াইটাই চড়ে চলেন বামপন্থীরা। সেই লড়াইতে কোনও বিরাম নেই। সেই লড়াই ধারাবাহিক ভাবে জারি আছে। জনহিতকর কাজে উৎসাহ নিয়ে ঝাঁপানোর কথা বলেছেন তিনি। জোর দিয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াইয়ে। জনতার সম্পদ লুট, চুরি ও বিভেদের রাজনীতির বিরুদ্ধে ছাত্র যুবদের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন সেলিম।
১৫ সেপ্টেম্বরের ছাত্র যুবদের সমাবেশ যে দাবি আদায়ের এক মহতী সমাবেশ হতে চলেছে সে বিষয়ে আশা প্রকাশ করেছেন।শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফ আই কলকাতা জেলার সভাপতি বিকাশ ঝা,জেলা সম্পাদক পৌলবী মজুমদার, যুব নেতা সৈনিক শূর সহ ছাত্র যুব নেতৃবৃন্দ।
Comments :0